যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের পারমাণবিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে একটি ‘শান্তিপূর্ণ’ চুক্তি করতে চায় ইরান। তবে দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো আপস করবে না তেহরান। জানিয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে। মঙ্গলবার (১১ নভেম্বর) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অনুষ্ঠিত ১২তম আবুধাবি স্ট্র্যাটেজিক ডিবেটে বক্তৃতাকালে খাতিবজাদে বলেন, ওয়াশিংটন তৃতীয় দেশের মাধ্যমে তেহরানকে পারমাণবিক আলোচনা বিষয়ে বিপরীতধর্মী বার্তা পাঠাচ্ছে।
খাতিবজাদে বলেন, দুই দেশের মধ্যে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে, বিশেষ করে ইরানি ভূখ-ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে। খাতিবজাদে বলেন, ‘তেহরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় না এবং সে বিষয়ে বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত। আমরা আমাদের নিজস্ব পারমাণবিক কর্মসূচি নিয়ে গর্বিত।’ যুক্তরাষ্ট্র চায়, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সম্পূর্ণ শূন্যে নামিয়ে আনা হোক, যাতে অস্ত্র তৈরির ঝুঁকি না থাকে। কিন্তু তেহরান এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র, তার ইউরোপীয় মিত্র এবং ইসরায়েল তেহরানের পারমাণবিক কর্মসূচিকে অস্ত্র তৈরির ছদ্মবেশ হিসেবে অভিযুক্ত করে আসছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন