চট্টগ্রামের সীতাকুণ্ডের মীরেরহাটে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহতদের সবাই বাসের যাত্রী। তাদের বয়স ২৫ থেকে ৩৫-এর মধ্যে হলেও কারো পরিচয় গতকাল রোববার রাত ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চট্টগ্রামমুখী ‘সিডিএম লাইন’ নামের একটি বেপরোয়া বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাস্থ বটতলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকে ধাক্কা দেয়। পরে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে চারজন নিহত এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় জানা যায়নি।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক জাকির রব্বানী এ বিষয়ে বলেন, ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাঁচজনের মরদেহ পেয়েছে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বেলাল হোসেন বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘সিডিএম লাইন’ নামের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করেছে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ ইমরান বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তার মধ্যে উন্নত চিকিৎসার জন্য ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন