ফেনীর সোনাগাজী উপজেলায় এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত রোববার সন্ধ্যায় পশ্চিম চরদরবেশ এলাকার ওয়েস্ট ব্যাংক কলেজ সংলগ্ন বিডিসি ভূঞা খালের পাশে সড়কে স্থানীয়রা একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাতেই সোনাগাজী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ব্যক্তির নাম মনোরঞ্জন দাস (৬০)। তিনি সোনাগাজীর চরচান্দিয়া ইউনিয়নের যুগেন্দ্র কুমার দাসের ছেলে। দীর্ঘ দুই যুগ ধরে তিনি রিকশা চালিয়ে জীবিকা চালাতেন। পরিবারে স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবারের সদস্যরা জানান, রোববার সকালে মাঠে ধান কাটেন। দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ভাত খেয়েছেন। বিকেলে রিকশা নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফেরেননি। রাত সাড়ে ৭টার দিকে তার লাশ উদ্ধার হওয়ার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন