ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে এক নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- পৌর শহরের রেলওয়ে কুমারপাড়া রেলওয়ে কলোনির মৃত আ. কাদির মিয়ার ছেলে সুজন ও মসজিদপাড়া এলাকার শামীম মিয়ার স্ত্রী লিমা বেগম। গতকাল সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য জানান। পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার গভীর রাতে পৌর শহরের কুমারপাড়া রেলওয়ে কলোনি এলাকায় অভিযান চালিয়ে সুজন মিয়ার বসতঘরের একটি কক্ষ থেকে ১০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। তিনি বলেন আমাদের অভিযান চলছে। যেকোনো মূল্যে মাদকসহ অপরাধ নিয়ন্ত্রণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন