পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মুকুল বেগম (৫০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মুকুল নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা ও স্থানীয় মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমানের দ্বিতীয় স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে ৭টার দিকে চাকামাইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুর রহমান দুপুরের খাবার খেয়ে পাশের মৌলভীতবক সুলতান মাস্টার বাড়ি জামে মসজিদে নামাজ পড়াতে যান। এ সময় তার স্ত্রী ঘরে একা ছিলেন। সন্ধ্যার পর এক প্রতিবেশী নারী ইমামের বাড়িতে যান। তিনি ঘরে ঢুকে মুকুল বেগমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেয়। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, মুকুল বেগমকে গলা কেটে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন