**** শীর্ষ সন্ত্রাসী ‘কিলার রফি’ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ১ লাখ টাকা চাঁদা না পেয়ে মুন্না রহমান কাউসার (২৫) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করেছে কুখ্যাত সন্ত্রাসী কিলার রফি ও তার সহযোগীরা। গতকাল সোমবার দুপুরে সদর ইউনিয়নের টেকনোয়াদ্দা এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। আহত মুন্নার বাবা রবিউল্লাহ জানান, টেকনোয়াদ্দা এলাকার কুখ্যাত সন্ত্রাসী রফি হত্যা মামলায় ১০ বছর সাজা খেটে সম্প্রতি জেল থেকে বের হয়। এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে তার কাছে রফি ১ লাখ টাকা চাঁদা দাবি করে।
তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুপুর ১টার দিকে পূর্বাচল দেড়শ ফিট সড়কে মুন্নাকে একা পেয়ে রফি ও তার বাহিনীর সদস্য জামান, আজিজুল, জমিরসহ কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মুন্নার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রফিকে গ্রেপ্তার করে। তবে তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মুন্নাকে স্থানীয়রা উদ্ধার করে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক। এ ঘটনায় রবিউল্লাহ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
রূপগঞ্জ থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘টেকনোয়াদ্দা এলাকায় কাউসার নামে এক ব্যক্তিকে রফি ও তার সহযোগীরা নৃশংসভাবে কুপিয়ে আহত করেছে। ভুক্তভোগী এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মামলার প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করে প্রধান আসামি রফিকে গ্রেপ্তার করেছি। তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন