বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চললেও দেশের মানুষ যথাসময়ে জাতীয় নির্বাচন হবে বলে অপেক্ষা করছে। গত ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের শাসনে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি।’ গতকাল সোমবার সকালে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ও প্রাক্তন কৃতিত্বসম্পন্ন ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয়ের সভাপতি এমএ সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক সচিব স্থানীয় সরকার ও বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী নিজাম উদ্দিন, অধ্যাপক ড. নুরুল আমিন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ ঢাকা বিশ^বিদ্যালয়, ড. খন্দকার মারুফ হোসেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনাও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনীতিক ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন