মাগুরার শালিখা উপজেলায় নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে ‘সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা- বিএনপির নির্বাচনি অগ্রাধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল ৩টায় আড়পাড়া সরকারি আইডিয়াল স্কুল মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। আলোচনা সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। তিনি নারী ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং বলেন, ‘নারীকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে দূরে রেখে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।’
সভায় বেগম সেলিমা রহমান বলেন, ‘নারী ও শিশুদের উন্নয়নই দেশের উন্নয়ন। এ ক্ষেত্রে বিএনপির কোনো বিকল্প নেই। সব বিভেদ ভুলে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে শক্তিশালী করতে হবে।’ অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী, নারী সংগঠনের সদস্য ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন