মডেলিংয়ের মাধ্যমে অভিনয়ে নাম লেখিয়েছেন পূর্ণিমা বৃষ্টি। বিগত বেশ কয়েক বছরে বহু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তবে বর্তমানে তিনি নাটকে অভিনয়ে মনোযোগী হওয়ার চেষ্টা করছেন।
অন্যদিকে, ‘নীতুর জন্য’, ‘সুফিয়া’, ‘ভালো থেকো বউ’ প্রভৃতি নাটকে প্রশংসিত অভিনেতা শাশ্বত দত্ত। ২০২১ সালে ‘কবি কুসুম’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক করেন তিনি। এরপর থেকেই অভিনয়ের নিয়মিত মুখ তিনি। এরই মধ্যে তার বেশকিছু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে।
সম্প্রতি পূর্ণিমা বৃষ্টি ও শাশ্বত দত্ত জুটি বেঁধে অভিনয় করেছেন ‘লাশের ছাড়পত্র’ নামের একটি একক নাটকে। সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। নাটকটি পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম। এরই মধ্যে এই নির্মাতা বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন।
পরিচালক জানান, হাসপাতালে একজন রোগী ভর্তি হওয়ার পর থেকে কি ধরনের সমস্যা সৃষ্টি হয় সেই দিকটাই তুল ধরা হয়েছে এই নাটকে। একজন অসহায় বাবা হাসপাতালে ভর্তি অবস্থায়, একটি সাধারণ পরিবারের মেয়ে কি ধরনের সমস্যার মধ্যে দিয়ে যায়, কীভাবে সমস্যা সমাধান করে থাকে; তা লাশের ছাড়পত্র নাটকে তুলে ধরা হয়েছে।
নতুন নাটক নিয়ে পূর্ণিমা বৃষ্টি বলেন, ‘কিছুদিন আগেই এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে। তাই দিবা চরিত্রে প্রবেশ করতে খুব সহজ হয়েছে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে সবাইকে কোনো না কোনো সময় যেতে হয়। আমাদের সমাজের বাস্তব ঘটনাই পর্দায় আসছে। আশা করছি, নাটকটি প্রচারে এলে দর্শকদের ভালো লাগবে।’
জানা গেছে, খুব শিগগিরই ‘লাশের ছাড়পত্র’ নাটকটি এনিগমা টিভিতে মুক্তি পাবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন খোন্দকার শাহ আলম, নয়ন হালদার প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন