সিলেট মহানগর শাহপরান থানা পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ টাকার অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয়েছে। এ সময় একটি ট্রাকসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত শুক্রবার বিকেল ৪টার দিকে এসআই (নি.) প্রণজিৎ মন্ডলের নেতৃত্বে একটি টিম বটেশ্বর এলাকার আইবি কমপ্লেক্স ভবনের সামনে অভিযান চালায়। অভিযানে ১১৮ বস্তায় মোট ৫ হাজার ৯০০ কেজি ভারতীয় পেঁয়াজ উদ্ধার করা হয়। এসব পেঁয়াজের বাজারমূল্য প্রায় ৫ লাখ ১ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তার ব্যক্তি ইমান আলী (৪০) জামালপুর জেলার ইসলামপুর থানার আগুনের চর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় শাহপরান থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এসএমপি সিলেটের এডিসি মিডিয়া (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, পুলিশের এই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পেঁয়াজ জব্দ এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অবৈধ পণ্য আমদানি প্রতিরোধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার হওয়া পণ্য ও জব্দকৃত ট্রাকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন