সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০২:১১ এএম

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়

পারফরম্যান্স ধরে রাখতে চান শান্তরা

মাঠে ময়দানে প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০২:১১ এএম

পারফরম্যান্স ধরে রাখতে চান শান্তরা

সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, এই পারফরম্যান্স ধরে রাখতে চান তারা। সিলেটে সিরিজের প্রথম টেস্টে আইরিশদের ইনিংস ও ৪৭ রানে হারায় টাইগাররা। এরপর মিরপুরে দ্বিতীয় টেস্টে ২১৭ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ। এই ম্যাচে অনেক রেকর্ড হয়েছে। মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্ট ম্যাচ খেলেছেন। এই ঐতিহাসিক টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির ইনিংস খেলে আরও রেকর্ডের পাতায় নাম তুলেছেন। নিজের শততম টেস্টে হয়েছেন ম্যাচ-সেরাও। অন্যদিকে, পুরো সিরিজেই বোলিংয়ে সাফল্য দেখান তাইজুল ইসলাম। এ কারণে তাকে সিরিজ-সেরার পুরস্কার দেওয়া হয়েছে। টেস্ট ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ে যে পারফরম্যান্স শো করেছে বাংলাদেশ, সেটি ধরে রাখতে পারলে সামনে আরও বড় সাফল্য আসতে পারে।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টেস্ট ম্যাচ বৃষ্টি ছাড়াই খেলা হচ্ছে পঞ্চম দিনে। এমন দৃশ্য আসলে বিরল ঘটনাই বলতে হবে। কেননা, প্রায় আড়াই বছর পর এমন দৃশ্য মিরপুরে দেখা গেল। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটি যে পাঁচ দিনে গড়াবে, সেটি প্রত্যাশা করেননি বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে গিয়ে ম্যাচ জিতেছে বাংলাদেশ। আয়ারল্যান্ড যদি আগের দিন আরও ২ উইকেট হাতে রাখতে পারত, তাহলে ম্যাচ ড্রয়ের রোমাঞ্চকর দিকে যাওয়াও অসম্ভব ছিল না। শেষ পর্যন্ত বাংলাদেশের জন্য পীড়াদায়ক কিছু হয়নি। হতাশার দীর্ঘ সময় শেষে হাসান মুরাদ নিয়ে আসেন কাক্সিক্ষত মুহূর্ত। বাংলাদেশ প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ নিশ্চিত করে। ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে শেষ দিন শুরু করে দৃঢ়তা দেখাতে থাকেন কার্টিস ক্যাম্পের। প্রথম সেশনে ৩৯ ওভার খেলে ২ উইকেট হারায় তারা। ৫৯.৩ ওভার ব্যাট করে বাড়ায় বাংলাদেশের অপেক্ষা। চতুর্থ ইনিংসে ১১৩.৩ ওভার টিকে থাকার নিবেদন দেখিয়ে মিরপুরের মাঠে বিদেশি দলগুলোর মধ্যে রেকর্ড গড়ে দলটি। চতুর্থ ইনিংসে কোন সফরকারী দলের এটাই সর্বোচ্চ ওভার টিকে থাকার নজির। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেন, ‘এটাই তো টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, আমার মনে হয় যে ছোট দল বড় দল বলে আসলে কিছু নাই। ওরা খুবই ভালো ক্রিকেট খেলেছে, এটা মানতেই হবে।’ একটা সময় ছিল, বাংলাদেশ দল ক্রিকেটে শুধু হারের ছবিই আঁকত। কখনো কোনো ম্যাচে শক্ত প্রতিরোধ গড়ে তুললে কিংবা কাছাকাছি গিয়ে হারলে সেটাকে ‘লড়াই করে হার’ বলা হতো। প্রতিপক্ষ অধিনায়কেরা বাংলাদেশের ওই ‘উন্নতি’র প্রশংসা করতেন। এবার মিরপুর টেস্ট আয়ারল্যান্ডকে ১৭ রানে গুঁড়িয়ে দিয়ে অতিথিদের লড়াইয়ের প্রশংসা করলেন শান্ত। জয়ের জন্য আইরিশদের টার্গেট ছিল ৫০৯ রানের। জিততে হলে বিশ^রেকর্ড গড়তে হতো নবীন এই টেস্ট খেলুড়ে দলকে। তবু বাংলাদেশকে সহজে ছাড় দেননি কার্টিস ক্যাম্ফাররা।

বিশাল টার্গেটের চাপে ভেঙে পড়েনি। পঞ্চম দিনেও দেখিয়েছে অসাধারণ ব্যাটিং। তাই ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হাসান শান্ত বলেন, ‘আমি আয়ারল্যান্ড দলকে অভিনন্দন জানাতে চাই, বিশেষ করে এমন কন্ডিশনে এত ভালো ব্যাটিং করার জন্য।’ সতীর্থ এবং দর্শকদেরও কৃতজ্ঞতা জানান শান্ত। তিনি বলেন, ‘মুরাদ ও তাইজুল যেভাবে বোলিং করেছে, তা সত্যিই প্রশংসনীয়। দলের জন্য সবাই যেভাবে অবদান রেখেছে, আমি তাতে খুবই খুশি। এই সিরিজের আগে আমাদের লক্ষ্য ছিল দীর্ঘ ইনিংস খেলা, আমরা সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি এবং আশা করি এমন পারফরম্যান্স আমরা ধরে রাখতে পারব। আমরা সব সময়ই টেস্ট ক্রিকেট খেলতে চাই এবং আশা করি সামনে আরও টেস্ট খেলার সুযোগ পাব। দর্শক সব সময় আমাদের সমর্থন করেন, আমরা হারলেও তারা মাঠে আসেন। আমরা চাই তারা সব সময় আমাদের পাশে থাকুক।’

রূপালী বাংলাদেশ

Link copied!