সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশগুলোতে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি, সংবেদনশীল শিলিগুড়ি করিডোরের (চিকেন নেক) কাছাকাছি চীনের উপস্থিতির আশঙ্কা এবং দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণের মতো একাধিক ঘটনার জেরে ভারতের কেন্দ্রীয় সরকার ‘চিকেন নেক’ বা শিলিগুড়ি করিডোরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। দেশের মূল ভূখ-কে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডোরটির নিরাপত্তা পরিকাঠামো নতুন করে খতিয়ে দেখতে শনিবার শিলিগুড়ির সেন্ট্রাল আইবি (ইন্টেলিজেন্স ব্যুরো) কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়। খবর ইটিভি ভারতের। বৈঠকে ভারতের চারটি সীমান্তরক্ষী বাহিনীÑবিএসএফ, এসএসবি, আইটিবিপি ও আসাম রাইফেলসের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া, ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী, আর্মি ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয়-রাজ্য সরকারের বিভিন্ন গোয়েন্দা দপ্তরের কর্মকর্তারাও এই জরুরি নিরাপত্তা বৈঠকে অংশ নেন। গোয়েন্দা ও সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ছাড়াও কেন্দ্রীয় রেল পুলিশ (আরপিএফ), রাজ্য রেল পুলিশ (জিআরপি), সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ), বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও), কেন্দ্রীয় সড়ক দপ্তর এবং এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অত্যন্ত সংবেদনশীল এই বৈঠকের বিষয়ে কোনো প্রেস বিবৃতি জারি না হলেও সূত্র মারফত জানা যায়, বৈঠকে ‘চিকেন নেক’ করিডোরে নজরদারি আরও কঠোর করা, সীমান্ত এলাকায় দ্বিগুণ তৎপরতা চালানো এবং গুরুত্বপূর্ণ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তাব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো কার্যকর করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনাও দেওয়া হয়েছে। এই করিডোরে যাতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে না পারে, সেদিকেই এখন কড়া নজর রাখছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো। সূত্র জানিয়েছে, বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছেÑ করিডোরের সীমান্ত এলাকায় নজরদারি দ্বিগুণ করা, প্রধান যোগাযোগ রুটগুলোতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং করিডোরজুড়ে নজরদারি প্রযুক্তি আধুনিকায়ন করা। শিলিগুড়ি করিডোর ভারতের মূল ভূখ-কে উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত করার একমাত্র নির্ভরযোগ্য পথ। কেন্দ্রীয় ও রাজ্য কর্তৃপক্ষ এ করিডোরে যেকোনো নিরাপত্তা ঝুঁঁকি থেকে রক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। আগামী দিনে করিডোরজুড়ে নজরদারি ও নিরাপত্তা চেকপোস্টে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এলাকার নিরাপত্তা এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়াচ্ছে সরকার। সম্প্রতি দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় জঙ্গি সম্পৃক্ততার জেরে এই পদক্ষেপ। ভারতের ‘চিকেন নেক’ বলতে পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি করিডোরকে বোঝায়, যা একটি সংকীর্ণ ভূখ-। এই করিডোরটি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে দেশের বাকি অংশের সাথে সংযুক্ত করে এবং এর আকৃতি মুরগির ঘাড়ের মতো হওয়ায় এটি এই নামে পরিচিত। এটি ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাকি দেশের মূল ভূখ-ের সঙ্গে যুক্ত করে রেখেছে যে সরু অংশটা, সেটাই আসলে ‘শিলিগুড়ি করিডোর’ নামে পরিচিত। ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডোরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে ‘চিকেনস নেক’ বলেও বর্ণনা করেন। এই করিডোরের সবচেয়ে সরু অংশটা মাত্র ২১ কিলোমিটার চওড়া, যার আশপাশেই রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন