সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০২:৩২ এএম

ঝুলিতে ভালো কিছু জমা হয়েছে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০২:৩২ এএম

ঝুলিতে ভালো কিছু জমা হয়েছে

দুই মাস ধরে অভিনয় থেকে দূরে আছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী আইশা খান। নাটকে সাময়িক বিরতি নিয়ে উপস্থাপনায় সরব এই অভিনেত্রী। এবারই প্রথম রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর পুরো সিজন উপস্থাপনার দায়িত্ব নিজের কাঁধে নিলেন তিনি। যে কারণে অভিনয় থেকে বিরতি নিয়ে মন দিয়ে করছেন উপস্থাপনা। এর আগে তৃতীয় ও চতুর্থ আসরে অডিশন পর্বে কাজ করলেও এবার পুরো আয়োজনেই উপস্থাপনার দায়িত্বে আছেন এই অভিনেত্রী। এমন দায়িত্ব পেয়ে আনন্দিত আইশা। দেখতে দেখতে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৫। চলতি বছর কেমন কেটেছে এই অভিনেত্রীর? জানতে চাইলে উত্তরে বলেন, ২০২৫ আমার ক্যারিয়ারের সুন্দর একটি বছর হয়ে থাকবে। স্মৃতির ঝুলিতে অনেক ভালো কিছু জমা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর নাটকে ভালো গেছে। টরন্টোতে আমার তৃতীয় সিনেমা শেকড় প্রদর্শিত হয়েছে। ফিডব্যাক খুব ভালো পেয়েছি। বছরের শেষে এসে রিয়্যালিটি শোয়ে যুক্ত হওয়া। সব মিলিয়ে বছরটা একদম-ই খারাপ যায়নি।

শুটিংয়ে কর্মঘণ্টা নিয়ে বেশ সচেতন আইশা খান। আর্লি মর্নিং কল না থাকলে সকাল দশটার মধ্যে সেটে ঢুকতে পছন্দ করেন তিনি। সে কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, খুব ভোরে কোনো ক্লিপ লাগলে আলাদা কথা। সে রকম না হলে এগারোটা থেকে সাড়ে এগারোটায় ক্যামেরার সামনে দাঁড়াতে চাই। কিন্তু আমি চাইলে হবে না। সবাইকে চাইতে হবে। কলকাতার ইন্ডাস্ট্রি সম্পর্কে যতদূর শুনেছি তাদের নির্দিষ্ট কর্মঘণ্টা থাকে। সেটা হতে পারে সকাল আটটা থেকে রাত আটটা। সময় মতো সবাই সেটে ঢোকে। কাজ থাকুক আর না থাকুক রাত আটটা বাজলেই চলে যায়। যতটুকু শুনেছি পারিশ্রমিক তারা স্যালারি আকারে পান। কিন্তু আমরা তাদের মতো সিরিয়াল করি না। এখানে সিঙ্গেল ফিকশন বেশি। দেখা যায় দুই থেকে তিন দিনে শুটিং শেষ হচ্ছে। কিন্তু আমারও মনে হয় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কর্মঘণ্টা হলে বাসায় ফিরেও ৭-৮ ঘণ্টা বিশ্রাম নিতে পারতাম। এ রকম হলে ভালো।

যোগ করে এই অভিনেত্রী আরও বলেন,  উৎসবগুলোতে কাজ তুলতে আমরা নিজ থেকে সময় দিই। কেননা রমজানে সেহরি ও ইফতারে বেশ সময় চলে যায়। সেটা বুঝে লেট নাইটে মিলেমিশে কাজ করি। কিন্তু তা যদি সারা বছর করতে হয় তাহলে সমস্যা। আশা করি, এখনে পরিবর্তন আসবে।

রূপালী বাংলাদেশ

Link copied!