নতুন দিন, নতুন সময়Ñ আগামীর অগ্রযাত্রায় আমাদের পথচলা। ‘মুক্তচিন্তার দুরন্ত প্রকাশ’ স্লোগান ধারণ করে জুলাই-আগস্টের উত্তাল সময় পেরিয়ে আমাদের নবযাত্রা হয়েছিল। এক বছর পেরিয়ে আজ আমরা পৌঁছেছি প্রিয় রূপালী বাংলাদেশের নবযাত্রার বর্ষপূর্তিতে। পথচলার এই দীর্ঘ সময়ে আমাদের পাশে ছিলেন পাঠক, শুভানুধ্যায়ী, সংবাদকর্মী, লেখক, বিজ্ঞাপনদাতা, হকার-এজেন্ট এবং অসংখ্য সহযোগী; যাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় আজকের অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। তবে আমাদের পথচলার পুরোটা যে মসৃণ ছিল, তা বলা যাবে না। নানা বাধা এসেছে; আমরা তা অতিক্রম করেই এগিয়ে চলেছি। প্রতিষ্ঠার দিন থেকেই আমরা সত্য ও ন্যায়ের পথে থাকার শপথ নিয়েছিলাম। পাঠকের আস্থা অর্জনের জন্য নির্ভরযোগ্য তথ্য, নিরপেক্ষ বিশ্লেষণ ও সামাজিক দায়িত্ববোধ সামনে রেখে প্রতিটি সংবাদ প্রকাশ করে যাচ্ছি। দেশের গণমাধ্যমজগতে পরিবর্তনের চ্যালেঞ্জ, প্রযুক্তির নতুন ধারা, অনলাইন-মোবাইল ফোন-সোশ্যাল প্ল্যাটফর্মের বিস্তার; সবকিছুই আমাদের সামনে নতুন বাস্তবতা তৈরি করেছে। তবু আমরা বিশ্বাস করি, বিশ্বাসযোগ্য সাংবাদিকতার বিকল্প নেই। আমরা প্রিন্ট, অনলাইন ও মাল্টিমিডিয়াÑ তিন মাধ্যমেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে চলেছি।
বর্ষপূর্তি শুধু সময়ের হিসাব নয়; টিকে থাকা, আস্থার জায়গা করে নেওয়া, আদর্শিক অবস্থানে দৃঢ় থাকারও সমন্বয়। অল্প সময়েই আমরা অগণিত পাঠকের আস্থা অর্জন করেছি। আমাদের বিবেকের মূল উৎস দেশপ্রেম। সবকিছুর ঊর্ধ্ব লাল-সবুজ পতাকা। আর সেটাই আমাদের পরিচয়।
২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান ছিল বাঙালি জাতির কাছে অগ্নিপরীক্ষা। ছাত্র-জনতার সেই আন্দোলন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে নতুন করে নাড়িয়ে দেয়। ইতিহাসের মোড় ঘোরানো জুলাই গণঅভ্যুত্থানের সেই উত্তাল সময়ে মানুষ ছিল শঙ্কিত, রাষ্ট্র ছিল অনিশ্চয়তার আলো-ছায়ায় আচ্ছন্ন আর সংবাদমাধ্যম ছিল সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি। কীভাবে সত্য তুলে ধরা যায়, কীভাবে দায়িত্ব পালন করা যায়, সেই প্রশ্ন বারবার এসেছে। এই সময়েও ইন্টারনেটবিহীন অবস্থায় সংবাদপত্র ছাপতে হয়েছে। এর কিছুদিন পরই আমরা পাঠকের দোরগোড়ায় পৌঁছাই। সত্যের পথ কখনো সহজ নয়; তবু আমরা সেই পথেই চলেছি দ্বিধাহীন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়েও দেশের প্রশ্নে যা কিছু ভালো, আমরা তার সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকব।
আমরা বিশ্বাস করি, সত্যিকারের সোনার বাংলা একদিন গড়ে উঠবে, যেখানে থাকবে না কোনো বৈষম্য। থাকবে সমতা, মানবিকতা, শিক্ষার আলো, স্বাধীন মত প্রকাশের অধিকার ও ন্যায়বিচার। রূপালী বাংলাদেশ সেই স্বপ্ন বুকে ধারণ করেই এগিয়ে চলেছে। আমরা যেতে চাই বহু দূরÑ আরও দৃঢ়ভাবে।
দীর্ঘ যাত্রায় আমরা যেমন সাফল্যের আনন্দ পেয়েছি, তেমনি পেয়েছি নিজেদের শাণিত করার অভিজ্ঞতা ও পথচলার অনুপ্রেরণা। সমাজের প্রান্তিক মানুষের কণ্ঠ তুলে ধরা, অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকা, উন্নয়ন ও সম্ভাবনার গল্প বলাÑ এ সবই আমাদের দায়িত্ব, আমাদের অঙ্গীকার। ভবিষ্যতে আরও আধুনিক, আরও দ্রুত, আরও নির্ভুল হয়ে পাঠকের কাছে সংবাদ পৌঁছে দিতে আমরা প্রতিনিয়ত নিজেদের নতুনভাবে সাজিয়ে নিচ্ছি। অনলাইনের একঝাঁক তরুণ সহকর্মী মুহূর্তেই খবর প্রকাশ করে চলেছেন। মাল্টিমিডিয়াও সমানতালে এগিয়ে চলেছে।
বষপূর্তির এই বিশেষ দিনে আমরা প্রতিশ্রুতি দিচ্ছিÑ সত্যের পথে থাকব, মানবিকতার পক্ষে থাকব, পাঠকের আস্থাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে সামনে এগিয়ে যাব। আমাদের এই যাত্রা হোক আরও সমৃদ্ধ, আরও সাহসী, আরও জনমুখী। পাঠকের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন