বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১২:৫৩ এএম

শীতে উষ্ণতার খোঁজে

রূপালী ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১২:৫৩ এএম

শীতে উষ্ণতার খোঁজে

চলে এসেছে শীত, নেমে এসেছে কুয়াশার চাদর। সকাল-বিকেলের হিমেল বাতাস যেন একটু বাড়তি যতœ দাবি করে। আর এ যতেœর বড় অংশটাই আসে শীতের উপযোগী সঠিক কাপড় বেছে নেওয়ার । শুধু উষ্ণতাই নয় স্বস্তি, স্টাইল আর স্বাস্থ্য সবদিক থেকেই সচেতন থাকা জরুরি। চলুন দেখে নেওয়া যাক এই শীতে কোন কাপড়গুলো আপনার সেরা সঙ্গী হতে পারে। লিখেছেন মিনহাজুর রহমান নয়ন

উল-শীত প্রতিরোধে প্রথম পছন্দ

উলের ফাইবার এমনভাবে তৈরি, যা ঠান্ডা বাতাসকে শরীরে ঢুকতে বাধা দেয় এবং শরীরের তাপ ধরে রাখে। উলের সোয়েটার, কার্ডিগান, শাল, উলের ক্যাপ ও গ্লাভস, ঠান্ডা যতই বেশি হোক, উল আপনাকে রাখবে উষ্ণ ও আরামদায়ক।

ফ্লিস-হালকা, নরম, উষ্ণতা দ্বিগুণ

ফ্লিস জ্যাকেট বা হুডি এখন শীতকালীন ফ্যাশনের অন্যতম। এটি ওজনেও হালকা, দ্রুত শুকায় এবং শরীর গরম রাখে অসাধারণভাবে। যারা ভ্রমণে বের হন বা সকালে নিত্যব্যবহারে কিছু চানÑ ফ্লিস আপনার জন্য পারফেক্ট।

থার্মাল পোশাক-অদৃশ্য কিন্তু কার্যকর রক্ষাকবচ

শীত থেকে বাঁচতে ভেতরে থার্মাল পরে নিলে বাইরের পোশাক অনেক হালকা রাখা যায়। যেমন থার্মাল টপ, থার্মাল বটম, শীতল অঞ্চলে বা রাতে বাইরে থাকতে হলে থার্মালের মতো সুবিধাজনক পোশাক কমই আছে।

ডাউন জ্যাকেট-ভারি শীতে পরিপূর্ণ সুরক্ষা

ডাউন জ্যাকেট সাধারণত হাঁস বা রাজহাঁসের পালকে তৈরি হয়, যা সবচেয়ে বেশি উষ্ণতা ধরে রাখে। যাদের এলাকায় তীব্র শীত পড়ে বা ভ্রমণে পাহাড়ি অঞ্চলে যাচ্ছেন, তাদের জন্য ডাউন জ্যাকেট অপরাজেয়।

কটন উল ব্লেন্ড-দৈনন্দিন আরামের সেরা উপায়

পুরো উল অনেকের কাছে ভারী বা চুলকানি লাগতে পারে। সেক্ষেত্রে কটন-উল ব্লেন্ড চমৎকার বিকল্প। অফিস, বিশ্ববিদ্যালয় বা প্রতিদিনের বাইরে যাওয়াÑ এসব জায়গায় ব্লেন্ডেড কাপড় আরাম ও স্টাইল দুটোই দেয়।

হুডি ও সুইটশাট-স্টাইলিশ আর ক্যাজুয়াল উষ্ণতা

রাস্তায় বের হলে সবচেয়ে বেশি দেখা যায় হুডি ও সুইটশার্ট। এর কারণ হলো সহজে মানিয়ে যায়, নরম, হালকা, কিশোর থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সের কাছে জনপ্রিয়।

জিন্স-শীতের নিয়মিতসঙ্গী

জিন্স ঠান্ডা আটকায় এবং শীতেও টেকসই। সঙ্গে চাইলে উলের মোজা, স্নিকার, লেদার বুট পরলে আরাম ও উষ্ণতা দুটোই বাড়ে।

স্কার্ফ, গ্লাভস, টুপি-ছোট কিন্তু অপরিহার্য

শরীরের বেশি তাপ হারায় মাথা, হাত ও পা দিয়ে। তাই উলের স্কার্ফ, মোটা গ্লাভস, বিয়ানি ক্যাপ নিশ্চিতভাবেই শীতকে অনেকটাই কমিয়ে দেয়।

লেয়ারিং-স্মার্ট শীত ফ্যাশনের মূলমন্ত্র

শীতে একাধিক স্তরে পোশাক পরাই সবচেয়ে কার্যকর পদ্ধতি। যেমন- থার্মাল, হালকা শার্ট, সোয়েটার/কার্ডিগান, জ্যাকেট এভাবে লেয়ারিং করলে প্রয়োজন অনুযায়ী স্তর কমানো-বাড়ানো যায়, আর শরীর থাকে স্বাভাবিক উষ্ণতায়।

শীত মানেই শুধু কাপড় বাড়ানো নয় সঠিক কাপড় বেছে নেওয়াই প্রকৃত উষ্ণতা। উল, ফ্লিস, থার্মাল, ডাউন বা কটন ব্লেন্ড যে কোনোটিই হতে পারে আপনার সেরা সঙ্গী, যদি তা আপনার শরীর, কাজ এবং এলাকার শীতের মাত্রা অনুযায়ী নির্বাচন করা হয়।

এই শীতে থাকুন উষ্ণ, আরামদায়ক এবং স্টাইলিশÑ নিজস্ব পছন্দে সাজিয়ে তুলুন শীতের প্রতিটি দিন।

রূপালী বাংলাদেশ

Link copied!