রাশিয়ার অভ্যন্তরে একটি বড় তেল শোধনাগার, ড্রোন ঘাঁটি ও একটি ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরির কারখানায় হামলার দাবি করেছে ইউক্রেন। শনিবার (২ আগস্ট) ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রামে এক বিবৃতিতে এই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মস্কো থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজান অঞ্চলের একটি তেল শোধনাগারে ড্রোন হামলায় আগুন ধরে যায়। এ ছাড়া ইউক্রেনের সীমান্তবর্তী ভোরোনেজ অঞ্চলের একটি তেলের গুদামেও হামলা চালানো হয়েছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন ইউনিট ইউএসএফ বলেছে, তারা দূরপাল্লার ড্রোন দিয়ে এসব হামলা চালিয়েছে। তবে কী ধরনের ড্রোন ব্যবহার করা হয়েছে, তা জানানো হয়নি। এদিকে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ দাবি করেছে, তারা রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের প্রিমোরস্কো-আখতার্সক সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। এই ঘাঁটি থেকে ইউক্রেনে দূরপাল্লার ড্রোন হামলা চালানো হয়। ইউক্রেন রাশিয়ার পশ্চিমাঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় তিন ব্যক্তি নিহত এবং দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। আঞ্চলিক গভর্নররা শনিবার এ তথ্য জানিয়েছেন। মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ওই অঞ্চলের গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ইউক্রেন পেনজা এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। ওই হামলায় এক নারী নিহত এবং আরও দুই ব্যক্তি আহত হয়েছেন।