ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ‘অড’ অঞ্চলে দাবানল গত ৭৫ বছরের মধ্যে ভয়াবহ রূপ ধারণ করেছে, যা দেশটির রাজধানী প্যারিসের চেয়েও বড় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে। ৫০০ অগ্নিনির্বাপক যানবাহন নিয়ে আগুন নেভাতে কাজ করছেন দুই হাজারের বেশি দমকলকর্মী ও সেনাসদস্য। বর্তমানে দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও আগামী কয়েক দিন আগুন জ্বলতে থাকবে বলে সতর্ক করা হয়েছে। গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
এ
তে বলা হয়, গত মঙ্গলবার রিবোত গ্রামের কাছে শুরু হওয়া এই আগুনে একজন নারী মারা গেছেন এবং ১১ জন দমকলকর্মীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত আগুন ১৭ হাজার হেক্টরের বেশি এলাকা পুড়িয়ে দিয়েছে, যা প্রায় ৪২ হাজার একরের সমান।
ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু একে ‘অভূতপূর্ব দুর্যোগ’ বলে উল্লেখ করেছেন এবং দাবানলের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তন ও খরার কথা বলেছেন। তার মতে, দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে তীব্র বাতাস, শুকনো গাছপালা ও প্রচ- গরম ভূমিকা রেখেছে।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ গত বুধবার বলেছেন, ‘রাষ্ট্রের সব সম্পদ এই দুর্যোগ মোকাবিলায় নিয়োজিত রয়েছে।’ তিনি সবাইকে ‘চূড়ান্ত সতর্কতা’ অবলম্বনের আহ্বানও জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :