শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০১:৩০ এএম

কেনিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬

ভিনদেশ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০১:৩০ এএম

কেনিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি দাতব্য সংস্থার মালিকানাধীন ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে বিমানে থাকা চিকিৎসক, নার্স, পাইলটসহ চারজন এবং মাটিতে থাকা আরও দুজন রয়েছেন।

এ ছাড়া দুজন গুরুতর আহত হয়েছেন। অ্যামরেফ ফ্লাইং ডক্টরস নামের চিকিৎসা দাতব্য সংস্থাটি জানিয়েছে, সেসনা মডেলের বিমানটি গত বৃহস্পতিবার বিকেলে উইলসন বিমানবন্দর থেকে সোমালিয়ার হারগেইসার উদ্দেশ্যে উড্ডয়ন করে। উড্ডয়নের মাত্র তিন মিনিট পরই বিমানটি রেডিও এবং রাডার যোগাযোগ হারায় এবং নাইরোবির গিথুরাই এলাকার একটি আবাসিক ভবনে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।

কিয়াম্বু কাউন্টির কমিশনার হেনরি ওয়াফুলা জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে বিমানের চার ক্রু ও অ্যামরেফ কর্মী রয়েছেন। ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠানো হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে। অ্যামরেফের প্রধান নির্বাহী স্টিফেন গিতাউ এক বিবৃতিতে বলেন, ‘এ মুহূর্তে আমরা সংশ্লিষ্ট বিমান চলাচল কর্তৃপক্ষ ও জরুরি সেবাদানকারী দলের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছি, যাতে ঘটনার প্রকৃত কারণ জানা যায়।’ দুর্ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালাতে কেনিয়া প্রতিরক্ষা বাহিনী ও জাতীয় পুলিশ মোতায়েন করা হয়েছে।

চোখের সাক্ষী প্যাট্রিসিয়া কোম্বো বিবিসিকে জানান, তিনি বন্ধুদের সঙ্গে ট্যাক্সিতে করে গিথুরাই যাচ্ছিলেন, তখন সামনে একটি প্রচ- বিস্ফোরণ আর লাল আলোর ঝলক দেখতে পান। তিনি বলেন, ‘আমি ফোন বের করার আগেই ঝলক মিলিয়ে যায়, এরপর ধোঁয়া উড়তে দেখি। ‘তারপর লোকজনের চিৎকার ও দৌড়ঝাঁপ শুরু হয়, আমরা যাত্রা বাতিল করি। পরে জানতে পারি এটি বিমান দুর্ঘটনা, আর দেখি মাটিতে বিশাল গর্ত তৈরি হয়েছে।’

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!