ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

৬টি পাকিস্তানি বিমান ভূপাতিত করার দাবি ভারতের

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০১:০৭ এএম

 মে মাসে চার দিনের সংঘাতে পাকিস্তানের ৫টি যুদ্ধবিমান এবং আরেকটি সামরিক এয়ারক্রাফট ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছেন ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এ পি সিং। শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ৭ থেকে ১০ মে পর্যন্ত হওয়া সংঘাতে পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নয়াদিল্লির পক্ষ থেকে দাবি করা হলেও পাকিস্তানি বিমান ভূপাতিত করা নিয়ে ভারতের শীর্ষ পর্যায়ের কেউ গত কয়েক মাসে কোনো মন্তব্য করেননি। এ পি সিংই প্রথম এ ধরনের দাবি করলেন। বেশির ভাগ বিমানই ভূপাতিত হয়েছে রাশিয়ার বানানো এস-৪০০ ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থাপনা দিয়ে। ইলেকট্রনিক ট্র্যাকিং তথ্যে এ বিমানগুলো ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, বলেছেন তিনি। ‘অন্তত ৫টি যুদ্ধবিমান আর একটি বড় এয়ারক্রাফট, হতে পারে নজরদারি বিমান ভূপাতিত হয়েছে বলে আমরা নিশ্চিত হতে পেরেছি’, নজরদারি বিমানটি ৩০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয়েছে দাবি করেন বিমানবাহিনী প্রধান। বলে, ‘এখন পর্যন্ত ভূমি থেকে এত দূরত্বে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার এটাই সর্বোচ্চ রেকর্ড’, এ পি সিংয়ের এ বক্তব্যের সময় বিমানবাহিনীর কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সেনা, সরকার ও বিভিন্ন খাতের কর্মকর্তাসহ উপস্থিতদের বিপুল করতালি দিতে দেখা গেছে। এদিকে জম্মু ও কাশ্মীরের কুলগামে বন্দুকধারীদের সঙ্গে প্রচ- গোলাগুলিতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছেন। সরকারি সূত্র জানিয়েছে, শনিবার (৯ আগস্ট) রাতভর চলা গোলাগুলিতে আরও দুই সেনা আহত হয়েছেন, যার ফলে মোট আহতের সংখ্যা ১০ জনে পৌঁছেছে। প্রতিবেদনে বলা হয়, জম্মু-কাশ্মীরের ঘন বনাঞ্চলে ‘সন্ত্রাসীরা’ বেশ শক্ত অবস্থানে রয়েছে বলে মনে করা হচ্ছে।