ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ‘বডি-ওর্ন ক্যামেরা’ (বডি ক্যাম) ব্যবহার করার পরিকল্পনা নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি স্পষ্ট ধারণা দিয়েছেন।
রোববার (১০ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ এই ক্যামেরাগুলো জেলা প্রশাসক ও পুলিশ সুপার দূর থেকে পর্যবেক্ষণ করতে পারবেন। এর মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা আরও শক্তিশালী করা সম্ভব হবে।
তিনি জানান, ‘বডি ক্যাম থাকলে ভোটকেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর হবে। এসপি ও ডিসি দূর থেকে ভোটকেন্দ্রের পরিস্থিতি দেখতে পাবেন এবং যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যায়, দ্রুত হস্তক্ষেপ করতে পারবেন।’
জাতীয় নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ডিসেম্বরে প্রথম পর্যায়ের তফসিল ঘোষণা করার কথা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
শফিকুল আলম বলেন, ‘পুলিশের হাতে ইতোমধ্যে প্রায় ১০ হাজার বডি ক্যাম রয়েছে। সরকারের পক্ষ থেকে আরও ৪০ হাজার ক্যাম দ্রুত কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে। কেনার পর পুলিশ সদস্যদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।’
তিনি আরও জানান, সভায় বডি ক্যামেরার ব্যবহার এবং বিভিন্ন দেশে এর কার্যকর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শফিকুল আলম বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ হয়। দেশের ১২ কোটি ৬০ লাখ ভোটার যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন, সেই নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রতিটি ভোটকেন্দ্রে এই বডি ক্যাম ব্যবহার করা হবে।’
এর আগে শনিবার (৯ আগস্ট) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের সভায় ভোটকেন্দ্রে ব্যবহারের জন্য নতুন করে ৪০ হাজার ‘বডি ক্যাম’ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।