বগুড়ার শিবগঞ্জে একই পরিবারের দুই ভাইয়ের ৬ ঘণ্টার ব্যবধানে মৃত্যু হয়েছে। এদের মধ্যে বড় ভাই ওয়াহেদ ফকির (৮৫) সকাল ৯ টায় এবং ছোট ভাই ইসহাক ফকির (৮০) তিনটার দিকে মারা যান।
শনিবার (৯ আগস্ট) উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কেশরীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় তাদের একসঙ্গে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
দুই ভাই একই গ্রামের মৃত জয়নুদ্দিন ফকিরের ছেলে এবং পেশায় কৃষক ছিলেন। ছোট ভাই ইসহাক ফকির সরাইলের হেলাল পীরের ভক্ত ছিলেন।
স্থানীয়রা জানান, একই দিনে একই পরিবারের দুই ভাইয়ের স্বাভাবিক মৃত্যু বিরল ঘটনা। সকালে বড় ভাইয়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এলেই বিকালে ছোট ভাইয়ের মৃত্যুর খবর এলাকায় গম্ভীরতা তৈরি করেছে। জানাজার নামাজ পরিচালনা করেন সরাইলের হেলাল পীরের মুরীদ আব্দুল মালেক।
জানাজার পূর্বে বক্তব্য দেন বগুড়া-২ শিবগঞ্জ আসনের সাবেক এমপি ও জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান, সৈয়দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলামসহ অন্যান্য আলেম ও জনপ্রতিনিধিরা।
স্থানীয় ও বিভিন্ন এলাকার শত শত মুসল্লি জানাজায় অংশগ্রহণ করেন। জানাজার পরে দুই ভাইকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।