ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

চীনে নির্মাণাধীন সেতুর স্টিল কেবল ছিঁড়ে নিহত ১২, নিখোঁজ ৪

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৮:০০ এএম

চীনের উত্তরপশ্চিমে একটি নির্মাণাধীন সেতুর স্টিল কেবল বা ইস্পাতের তার ছিঁড়ে ১২ জন নিহত ও ৪ জন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার ভোরের আগে আনুমানিক রাত ৩টার দিকে চিংহাই প্রদেশে ইয়েলো নদীর ওপর নির্মাণাধীন সেতুতে এ দুর্ঘটনা ঘটে, সে সময় সেখানে একজন প্রজেক্ট ম্যানেজার ও ১৫ শ্রমিক কাজ করছিলেন, জানিয়েছে পিপলস ডেইলি। স্টিল কেবলগুলো এ ধরনের সেতুর ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে। চীনে সিচুয়ান-চিংহাই রেলওয়ের এই সেতুটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্প্যানের দ্বৈত ট্র্যাকযুক্ত স্টিল ট্রাস আর্ক সেতু। এটা চীনের দ্বিতীয় বৃহত্তম নদী ইয়েলোর ওপর প্রথম রেলওয়ে স্টিল ট্রাস আর্চ সেতুও, বলা হয়েছ প্রতিবেদনে।

পিপলস ডেইলির ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে সেতুটি যে আংশিক নির্মিত তা বোঝা যাচ্ছে। এর মাঝের অংশের কাজ এখনো শেষ হয়নি। নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে। অস্পষ্ট নিয়ম-কানুন এবং শিথিল নিরাপত্তা মানদ-ের কারণে চীনে এসব দুর্ঘটনা মোটামুটি সাধারণ ঘটনা। গত বছরের ডিসেম্বরে দক্ষিণ চীনের শেনজেন শহরে একটি প্রধান রেলপথের নির্মাণস্থলে ধসের পর ১৩ জনের মৃত্যু হয়।