ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

চুয়াডাঙ্গায় মায়ের মৃত্যু সংবাদ শুনে ১০ মিনিট পর ছেলের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ১১:০৩ এএম
সাইফুল ইসলাম (৪০)। ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। অসুস্থ মাকে দেখতে এসে মৃত্যুসংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ছেলে। মাত্র ১০ মিনিটের ব্যবধানে মা ও ছেলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মারা যাওয়া ওই নারীর নাম চায়না খাতুন (৬৩)। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার বাসিন্দা, মৃত আলাউদ্দীনের স্ত্রী। তার ছেলে সাইফুল ইসলাম (৪০) সম্প্রতি বিদেশ থেকে ছুটিতে এসেছিলেন।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার (২৩ আগস্ট) বিকেলে হঠাৎ প্রেসার বেড়ে গেলে চায়না খাতুন মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি করেন।

খবর পেয়ে সন্ধ্যার কিছু পরে ছেলে সাইফুল ইসলাম হাসপাতালে আসেন। তিনি মায়ের জন্য ওষুধ কিনে দিয়ে যান এবং খোঁজ-খবর নেন। কিন্তু কিছুক্ষণ পর চিকিৎসকরা চায়না খাতুনকে মৃত ঘোষণা করেন। এই দুঃসংবাদ শুনেই মুহূর্তের মধ্যে স্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাইফুল ইসলাম। দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ইসরাত জেরিন জেসিকা বলেন, ‘চায়না বেগম মাথায় আঘাত পাওয়ার কারণে মারা যান। তার মৃত্যুর পর কিছুক্ষণের মধ্যেই ছেলে সাইফুল ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মাত্র ১০ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যু একটি বিরল ও বেদনাদায়ক ঘটনা।’

পরিবার সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম দুই বছর আগে জীবিকার সন্ধানে ওমানে যান। মাস দুয়েক আগে তিনি ছুটিতে বাড়ি ফেরেন। আগামী ১৫ সেপ্টেম্বর তার ফেরার কথা ছিল।