ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

আট মাসে ইরানে ৮৪১ মৃত্যুদন্ড কার্যকর

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৯:৪৪ এএম
ইরান

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইরানে অন্তত ৮৪১ জনকে ফাঁসি দেওয়া হয়েছে। জাতিসংঘের মানবাধিকার দপ্তর এ তথ্য জানিয়েছে। শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে মৃত্যুদ-ের বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। জাতিসংঘ বলছে, তেহরান শাস্তির এই পদ্ধতিকে ব্যবহার করছে সমাজকে ভয় দেখানো ও দমন করার হাতিয়ার হিসেবে, যা সংখ্যালঘু ও অভিবাসীদের ওপর বেশি প্রভাব ফেলছে। প্রতিবেদনে জানানো হয়, শুধু জুলাই মাসেই ১১০ জনকে মৃত্যুদ- দেওয়া হয়েছে, যা গত বছরের একই সময়ের দ্বিগুণ। এ ছাড়া এ বছর এখন পর্যন্ত সাতটি প্রকাশ্য ফাঁসি কার্যকর করা হয়েছে। সর্বশেষ কার্যকর করা হয় ১৯ আগস্ট ফারস প্রদেশে।

জাতিসংঘের মুখপাত্র রবিনা শামদাসানি বলেন, প্রকাশ্য মৃত্যুদ- মানব মর্যাদার চরম অবমাননা এবং বিশেষ করে শিশুদের ওপর ভয়াবহ মানসিক প্রভাব ফেলে। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে আরও ১১ জন মৃত্যুদ-ের ঝুঁকিতে আছেন, যাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে ইরানি মুজাহিদিন-ই-খালক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ এবং পাঁচজনের বিরুদ্ধে ২০২২ সালের উইমেন, লাইফ, ফ্রিডম আন্দোলনে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। আবারও ইরানকে সব মৃত্যুদ- স্থগিত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে, মৃত্যুদ- জীবনের অধিকারের পরিপন্থি এবং ভুল রায় কার্যকরের বড় ঝুঁকি তৈরি করে।