ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

লাদাখে কারফিউ জারি, বন্ধ মোবাইল ইন্টারনেট

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১২:২৩ এএম

লাদাখে রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে চলা আন্দোলন থামাতে অঞ্চলজুড়ে কারফিউ জারি রয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। এ বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে পরিবেশ সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওয়াংচুককে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে আন্দোলন উসকে দেওয়ার অভিযোগ এনেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে বাতিল করা হয়েছে তার সংগঠনÑ স্টুডেন্টস এডুকেশনাল অ্যান্ড কালচারাল মুভমেন্ট অব লাদাখের এফসিআরএ-এর রেজিস্ট্রেশন।

পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তপশিল অনুযায়ী রক্ষাকবচের দাবিতে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে আন্দোলনরত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুককে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে যে, লাদাখের বেশ কিছু এলাকায় কারফিউ জারি রয়েছে এবং রাজধানী লেহ শহরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। গত বুধবার তরুণদের বিক্ষোভ-আন্দোলন সহিংস হয়ে ওঠে, মৃত্যু হয় চারজনের। আহত হন ৫০-এর বেশি মানুষ, যাদের একটা বড় অংশ পুলিশ-কর্মী। যুবসমাজের এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ‘লাদাখ অ্যাপেক্স বডি’ এবং ‘কারগিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স’ নামে দুটি সংগঠন। তবে আন্দোলনের মুখ হিসেবে ছিলেন ‘থ্রি ইডিয়েটস’ ছবির সূত্রে বহুল পরিচিত পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক। কারগিল মুসলমানপ্রধান অঞ্চল, আর লাদাখে বৌদ্ধধর্মাবলম্বীরা সংখ্যাগরিষ্ঠ।

পূর্ণ রাজ্যের মর্যাদার দাবির পাশাপাশি যে ষষ্ঠ তপশিল অনুযায়ী রক্ষাকবচের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা, ওই তপশিল অনুযায়ী আদিবাসীদের অধিকার, তাদের পরিচয় এবং তাদের উন্নয়ন সুনিশ্চিত করা হয়। লাদাখ অ্যাপেক্স বডি গত ১০ সেপ্টেম্বর থেকে তাদের দাবি নিয়ে অনশন আন্দোলন শুরু করেছিল। সোনাম ওয়াংচুকও ওই অনশনে যোগ দিয়েছিলেন। তবে বুধবারের সহিংসতার পরে ওয়াংচুক বিবিসিকে জানান যে অনশন প্রত্যাহার করা হয়েছে এবং সরকারের সঙ্গে আলোচনা চলছে। লাদাখে জেন-জি বিক্ষোভের পর সমাজকর্মী সোনম ওয়াংচুকের গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছেন জম্মু-কাশ্মীরের শীর্ষ দুই নেতা।

শুক্রবার সোনমকে গ্রেপ্তারের ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে অভিহিত করেছেন অঞ্চলের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। সেই সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি মেহবুবা মুফতিও একই উদ্বেগ প্রকাশ করেন। ইন্ডিয়া ট্রিবিউনের প্রতিবেদন অনুসারে, মেহবুবা মুফতি এক্স-পোস্টে বলেছেন, সোনম ওয়াংচুকের গ্রেপ্তার গভীরভাবে বিরক্তিকর। শান্তি, স্থায়িত্ব এবং সত্যের আজীবন প্রবক্তাকে শুধু প্রতিশ্রুতি রক্ষার দাবি জানানোয় শাস্তি দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আজ লেহে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধÑ কাশ্মীর দীর্ঘদিন ধরে যা সহ্য করে আসছে তারই প্রতিধ্বনি।