ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

আফগানিস্তানে সন্ত্রাসীগোষ্ঠী দমনে চার দেশের আহ্বান

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ১২:২৫ এএম

আফগানিস্তান থেকে পরিচালিত আল-কায়েদা, নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের উপস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান, চীন, ইরান ও রাশিয়া। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে রাশিয়ার উদ্যোগে অনুষ্ঠিত চতুর্দেশীয় বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। বিবৃতিতে চার দেশ আফগানিস্তানের অবনতিশীল পরিস্থিতি পর্যালোচনা করে সতর্ক করে যে, সশস্ত্র গোষ্ঠীগুলো আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। তারা আফগান কর্তৃপক্ষকে কার্যকর, সুনির্দিষ্ট ও যাচাইযোগ্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানায়, যাতে সন্ত্রাসী শিবির ভেঙে দেওয়া হয়, অর্থায়ন বন্ধ হয়, সদস্য সংগ্রহ ও অস্ত্রপ্রাপ্তি রোধ করা যায়। চার দেশ জোর দিয়ে বলে, আফগান ভূমি যেন প্রতিবেশী বা অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার না হয়।

তারা বৈষম্যহীনভাবে সব সশস্ত্রগোষ্ঠী নির্মূল করার দাবি জানায়। এই যৌথ অবস্থান প্রকাশিত হলো কয়েক দিন পর, যখন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ওআইসি কন্ট্যাক্ট গ্রুপের বৈঠকে তালেবান সরকারের প্রতি একই আহ্বান জানান। যৌথ বিবৃতিতে আফগানিস্তানকে স্বাধীন, ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করা হয়। আফিম চাষ কমানোর কাবুল সরকারের প্রচেষ্টা স্বাগত জানানো হলেও মেথঅ্যামফেটামিনসহ কৃত্রিম মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।