ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত চীন-আমেরিকা

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫, ০৩:০২ এএম

বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে ঐকমত্যে পৌঁছেছেন চীন ও আমেরিকার কর্মকর্তারা। একে ২ দেশের প্রেসিডেন্টের প্রত্যাশিত বৈঠকের আগে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।   মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠকে বাণিজ্য চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। রোববার মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে বৈঠক করেন দুই দেশের শীর্ষ কর্মকর্তারা। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, এমন একটি চুক্তির চূড়ান্ত নিয়ে আলোচনা হয়েছে, যা ট্রাম্প ও চিনপিং পর্যালোচনা করে একসঙ্গে চূড়ান্ত করতে পারবেন। আর চীনের প্রধান বাণিজ্য আলোচক লি চেংগ্যাং বলেন, আমেরিকা ও চীনের আলোচনা ছিল খোলামেলা ও গভীর। উভয় পক্ষ প্রাথমিক ঐকমত্যে পৌঁছেছে। এদিকে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চিনপিংয়ের সঙ্গে ট্রাম্প বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। জাপানে ডোনাল্ড ট্রাম্প সম্রাটের সঙ্গে দেখা করবেন, নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে আলোচনা করবেন এবং ইউএসএস জর্জ ওয়াশিংটন বিমানবাহী রণতরি সম্পর্কেও বক্তৃতা দেবেন। খবর বার্তা সংস্থা এএফপির। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার থেকে বুধবার পর্যন্ত জাপানে অবস্থানকালে, মার্কিন প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ খনিজ ও জাহাজ নির্মাণের বিষয়েও চুক্তি স্বাক্ষর করবেন। তিনি কিছু সোনার প্রলেপযুক্ত গল্ফ বলও উপহার পেতে পারেন ।