ভারতের তেলেঙ্গানা ও রাজস্থানে আলাদা আলাদা সড়ক দুর্ঘটনায় পুণ্যার্থীসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। তেলেঙ্গানা পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চেভেল্লা এলাকার কাছে রোড ট্রান্সপোর্ট করপোরেশনের (আরটিসি) সরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের (টিপার লরি) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুসহ অন্তত ২০ জন নিহত হন। আহত হন আটজন। প্রত্যক্ষদর্শীরা জানান, টিপার লরিটি একটি মোটরসাইকেলকে ওভারটেক করার চেষ্টা করছিল।
এ সময় উল্টোদিক থেকে আসা আরটিসির বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। লরিতে থাকা পাথরগুলো বাসের ওপর পড়ে যাওয়ায় যাত্রীরা তাৎক্ষণিকভাবে বের হয়ে আসার সুযোগ পাননি। এ ছাড়া জানালায় ভারী পাথরের আঘাতে কাচ ভেঙে অনেকেই গুরুতর আহত হন। অন্যদিকে, রাজস্থানে পুণ্যার্থী বহনকারী একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে রস্তার পাশে থামিয়ে রাখা ট্রাকে ধাক্কা দিলে অন্তত ১৫ জন নিহত ও তিনজন আহত হন। রোববার ফলোদির মাতোদা এলাকায় ভারতমালা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা সবাই জোধপুর জেলার সুরসাগর এলাকার বাসিন্দা। তারা বিকানের কলায়াতের কপিল মুনি আশ্রমে প্রার্থনা শেষে ফিরছিলেন। জোধপুর পুলিশ কমিশনার ওম প্রকাশ বলেন, ‘১৫ যাত্রী ঘটনাস্থলেই মারা গেছেন।

