নেপালে সেপ্টেম্বরে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাত হওয়ার পর অনুষ্ঠিত হতে চলা প্রথম সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ১২৫টি রাজনৈতিক দল নিবন্ধন করেছে বলে বুধবার জানিয়েছে নির্বাচন কমিশন। এদের মধ্যে অনেক প্রতিষ্ঠিত দল রয়েছে, তবে ২০২৬ সালের মার্চ মাসের এই ভোটে আসন দখলের জন্য প্রতিদ্বন্দ্বিতাকারী কিছু দল যুবকদের দ্বারা গঠিত হয়েছে, যারা এ বছর দেশ কাঁপিয়ে দেওয়া দুর্নীতিবিরোধী প্রতিবাদ শুরু করতে সাহায্য করেছিল। কমিশনের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টারাই এএফপিকে বলেছেন, ‘আমরা এই বিশ্বাস নিয়ে কাজ করছি যে, সব রাজনৈতিক দল এবং নাগরিক নির্বাচনের মাধ্যমে দেশে নতুন নেতৃত্ব আনতে আগ্রহী।’ যদিও নিবন্ধন প্রক্রিয়া আরও দুই সপ্তাহ খোলা থাকবে। নতুন দল ও যুবগোষ্ঠীর সঙ্গে যুক্ত দলগুলোর সঠিক সংখ্যাসহ চূড়ান্ত তালিকাটি ১৮ নভেম্বরের সময়সীমা শেষ হওয়ার পরে প্রকাশ করা হবে। এর আগে সেপ্টেম্বরে দুই দিনের সহিংস অস্থিরতায় কমপক্ষে ৭৩ জন নিহত হয় এবং সংসদ, আদালত ও সরকারি ভবনগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

