বরগুনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৭৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। গত বৃহস্পতিবার গভীর রাতে জেলার বামনা উপজেলার সোনাখালী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। নৌবাহিনীর তথ্যসূত্রে জানা যায়, বাংলাদেশ নৌবাহিনীর বরগুনা কন্টিনজেন্টের অধীন বামনা নৌ-কন্টিনজেন্টের সদস্যরা এ অভিযানে অংশগ্রহণ করেন। এ সময় আটক হন মো. আল আমিন ও মো. তরিকুল ইসলাম মামুন নামের দুই চিহ্নিত মাদক কারবারি। তল্লাশিকালে তাদের কাছ থেকে ১৭৮ পিস ইয়াবা, একটি ডিসকভার মোটরসাইকেল, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।
আপনার মতামত লিখুন :