ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

অন্ধকারের নায়ক

মির্জা হাসান মাহমুদ
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০১:১৬ এএম

যাদের সুপারপাওয়ার থাকে তাদেরকেই সুপারহিরো বলা হয়, এমনটাই জানে সবাই। সুপারহিরোদের মধ্যে অনেকেরই বিশেষ শক্তি থাকে। কেউ যেমন উড়তে পারে, কেউ আবার আগুন ছুড়তে পারে।  আরও কত ধরনের ক্ষমতাই তো রয়েছে তাদের। কিন্তু জানো কি? সুপারহিরোদের জগতে রয়েছে এমন একজন, যার কোনো সুপারপাওয়ার না থাকলেও তিনি পৃথিবীর অন্যতম জনপ্রিয় সুপারহিরো। বলছিলাম অন্ধকারের নায়ক ব্যাটম্যানের কথা। অন্যান্য সুপারহিরোদের তুলনায় ব্যাটম্যান সম্পূর্ণ ভিন্ন। তার শরীরে নেই কোনো অতিমানবীয় ক্ষমতা। তবুও তিনি সুপারহিরো। কারণ তিনি নিজের বুদ্ধি, সাহস ও দৃঢ় মনোবল দিয়েই অপরাধের বিরুদ্ধে লড়াই করে নিজেকে সেই অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। আজকে চলো তার গল্প জানি-

ব্যাটম্যানের আসল নাম ব্রুস ওয়েন। তিনি ছিলেন গথাম শহরের অন্যতম ধনী পরিবারের একমাত্র সন্তান। ছোটবেলায় তার মা-বাবা খুন হন ডাকাতের হাতে। এই ঘটনা ব্রুসের চোখের সামনেই ঘটে। সেই ঘটনা বালক ব্রুসের জীবনে ব্যাপক পরিবর্তন আনে। কিছুদিন পর একবার ব্রুস বাড়ির বাইর হাঁটতে হাঁটতে দুর্ঘটনাবশত গভীর এক গর্তে পড়ে গেলে সেখানে বাদুড় দেখে ভয় পান। হয়তো সেখান থেকেই তিনি বুঝতে পারেন বাদুড় হলো ভয় ও অন্ধকারের প্রতীক। বাবা-মা মারা যাওয়ার পর ব্রুস অনেক ভেঙে পড়েন। তবে তিনি উঠে দাঁড়ান নতুন প্রত্যয়ে। অন্য কারো যেন তার মতো এমন কষ্টকর জীবন না হয়, তাই পরবর্তীতে নিজেকে গড়ে তোলেন অপরাধ দমনের কঠিন যোদ্ধা হিসেবে। বড় হয়ে ব্রুস ওয়েন বিশ্ব ভ্রমণ করে নানা ধরনের যুদ্ধকলা, বিজ্ঞান, গোয়েন্দাগিরি শেখেন। এরপর নিজের শহর গথাম সিটিতে ফিরে এসে তিনি অপরাধ দমনে নামেন।

তিনি রাতের অন্ধকারে বাদুড়ের মতো দেখতে পোশাক পরে বের হন অপরাধীদের আতঙ্ক হয়ে। তিনি চেয়েছিলেন অপরাধীরা যেন তাকে দেখে ভয় পায়। পোশাকের কারণে তিনি পরিচিত হন ব্যাটম্যান নামে। ব্যাটম্যানের বিশেষ কোনো সুপারপাওয়ার নেই। তবে তিনি একজন অসাধারণ যোদ্ধা। তিনি কাজের ক্ষেত্রে দারুণ কৌশলী এবং খুব বুদ্ধিমান গোয়েন্দাও বটে। মিশনের সময় সে সঙ্গে নেয় নানা রকম আধুনিক প্রযুক্তি। ব্যাটম্যানের দড়ি ছোড়ার বন্দুক, বুলেটপ্রুফ ব্যাটস্যুট, তার বিখ্যাত গাড়ি ব্যাটমোবাইল তার ভক্তদের কাছে খুব জনপ্রিয়। এগুলো দিয়েই তিনি গথাম শহরের অপরাধীদের বিরুদ্ধে লড়েন। তার কাজে তাকে সাহায্য করে তার বিশ্বস্ত সহকারী অ্যালফ্রেড। অ্যালফ্রেড তার বাড়ির তত্ত্বাবধায়ক এবং পরামর্শদাতা। পরে অবশ্য তার সঙ্গে যুক্ত হয় রবিন নামের তরুণ এক সহযোগী। অন্যদিকে, গথাম সিটিতে জোকার, টু-ফেস, পেঙ্গুইন বা রিডলারের মতো ভিলেনরা রয়েছে ব্যাটম্যনের শত্রু  হিসেবে। তাদের মোকাবিলা করাই ব্যাটম্যানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এভাবে যুগ যুগ ধরে তাদের লড়াই চলছে।

১৯৩৯ সালে ব্যাটম্যান প্রথম প্রকাশিত হয় ডিটেকটিভ কমিকস এর মাধ্যমে। ব্যাটম্যান চরিত্রটি তৈরি করেছিলেন লেখক বব কেইন ও বিল ফিঙ্গার। অল্প সময়েই ব্যাটম্যান হয়ে ওঠেন ডিসি কমিকসের সবচেয়ে জনপ্রিয় চরিত্র। পরে টেলিভিশন সিরিজ, অ্যানিমেটেড কার্টুন, ভিডিও গেম আর হলিউডের বড় বাজেটের সিনেমায় তার গল্প বলা হয়।