শরৎ এলো শিউলি ফুলে
শিশির ঝরা পায়,
মৃদুমন্দ হাওয়ার দোলা
কাশফুলেরই গায়।
কিচিরমিচির পাখির গানে
মিষ্টি সকাল বেলা,
ঘাসের ফুলে ভেসে উঠে
প্রভাত আলোর খেলা।
মাঠের টানে রাখাল বালক
চলে গরু নিয়ে,
হঠাৎ চলে আকাশ পারে
রোদবৃষ্টির বিয়ে।
শরৎ রাণীর রূপের শোভা
মনভোলানো সুর,
পাতায় পাতায় খুশির নাচন
ক্লান্তি করে দূর।