ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

খোকন যাবে 

মজনু মিয়া 
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ০১:২২ এএম

মায়ের হাতের আঙ্গুল ধরে
হাঁটতে হাঁটতে যায়,
খোকন যাবে নানার বাড়ি 
সঙ্গে যাবি আয়।

নানা-নানি খোকন খোঁজে 
ডাকে ইশারায়, 
মামার সঙ্গে খেলতে মজা
ঘুড়ি সে উড়ায়।

নানির হাতে তালের পিঠা 
হাতে নিয়ে খায়,
এ বাড়ি ও বাড়ি গিয়ে 
মুখে মুখে গায়।