কার্তিক
এম আব্দুল হালীম বাচ্চু
কার্তিক এলে আমনের বাইল
রোদের ঢেউয়ে হাসে
আকাশ জুড়ে নীলের চাদর
চোখের তারায় ভাসে।
প্রভাতবেলায় ঘাসের ডগায়
কুয়াশারা হাসে
হলুদ গাছের ফুলের গন্ধে
মৌমাছিরা আসে।
খেজুর রসের হাঁড়ি থেকে
ছড়ায় মিষ্টি ঘ্রাণ
দীপ জ্বালিয়ে রাতের জোনাক
আনন্দে গায় গান।
করবী আর বকফুল ফোটে
কার্তিকের এই কালে
বাতাস বলে, শীতের পথে
হাঁটছি মৃদু তালে।
কার্তিক এলে বিকেলের গায়
রূপের মায়া ঝরে
নতুন দিনের স্বপ্ন জাগে
বাঙালিদের ঘরে।

