ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

শিশুর মন

শেখ মোমতাজুল করিম শিপলু 
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০১:৫৪ এএম

শিশুর মন
শেখ মোমতাজুল করিম শিপলু 

আমরা শিশু বাংলা মায়ের 
স্বপ্ন বুকে চাষ করি,
হেসে খেলে জীবন যাপন 
মিলেমিশে বাস করি।

সবুজ গাছে বিছিয়েছে 
ফুল-ফলে দেশ আমার,  
আমরা শিশু ভাবনা করি
করবই এদেশ বেশ বাহার। 

নদী নালায় পুকুর খালে
মিঠাপানির মাছ আছে, 
প্রান্তিক চাষি স্বপ্ন দেখে 
দায় আছে তাই যাই কাছে।