দূর্বা কোমল
সাদমান হাফিজ শুভ
চিরল-চিরল দূর্বা কোমল
রৌদ্র মাখা রূপ ঝলমল
হাসি এঁকে যায়,
শিশিরভেজা শান্ত-সরস
আলতো পরশ জাগায় হরষ
শীতল-গীতল হায়!
সবুজরাঙা দূর্বা চাদর
স্নেহের সুরে বিলায় আদর
ফড়িং আসে-যায়,
ঘাস ফড়িঙের লুটোপুটি
দস্যি দলের ছুটোছুটি
আদর মাখে পায়।
রিমঝিমিয়ে বৃষ্টি আসে
শিরশিরিয়ে দূর্বা হাসে
ঝকঝকে হয় মুখ,
ডিগবাজি খায় হাওয়ার গাড়ি
ঢেউ খেলে যায় দূর্বা সারি
উপচে পড়ে সুখ।

