ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

হেমন্তে আজ

নকুল শর্ম্মা
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০১:৫৬ এএম

হেমন্তে আজ
নকুল শর্ম্মা

হেমন্তে আজ জাগলো পাড়া 
আমন ধানের গন্ধে,
মাঠে মাঠে ব্যস্ত কৃষান
ফসল তোলার ছন্দে। 

সাঁঝ সকালে রাখাল বালক 
ছুটছে আপন কাজে,
নতুন আশার হাজার স্বপ্ন 
সরল বুকের মাঝে। 

এমনই করে বছর বছর 
কাটায় পরম সুখে,
মাথার ঘামের নেই পরোয়া
সুখের হাসি মুখে। 

হেমন্তের এই সোনার ছবি
আমার বাংলাদেশে,
রানির মতো আমার দেশে
আছি ভালোবেসে।