ঘুম ভাঙানো পাখি
এম সোলায়মান জয়
পেয়ারা গাছে দোয়েল পাখি
কিচির মিচির ডাকে
সে ডাক শুনে শিরিন সারা
জানালা খুলে থাকে।
সারা ডাকে ওগো দোয়েল
এসো আমার কাছে
তোমার সাথে মজার মজার
গল্প বলার আছে।
সারার ডাকে দোয়েল পাখি
উড়ে উড়ে আসে
তাই না দেখে সারার আম্মু
মুচকি মুচকি হাসে।
সারা বলে দোয়েল আমার
ঘুম ভাঙানো পাখি
তাই তো প্রতি সকালবেলা
জানালা খুলে থাকি।

