ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

মানিলন্ডারিং প্রতিরোধে BAMLCO সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ০২:০২ এএম

Insurance Companies CAMLCO's Association in Bangladesh(ICCAB) KZ„K BAMLCO সম্মেলন-২০২৫ গত শুক্রবার কারওয়ান বাজারের ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপপ্রধান কর্মকর্তা মো. আমির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক ও Insurance Companies CAMLCO’s Association in Bangladesh - ICCAB প্রেসিডেন্ট  প্রবীর চন্দ্র দাস এফসিএ।