রাজশাহী সিটি করপোরেশনের সাহেব বাজার এলাকার বড় কুঠি মাস্টার পাড়ায় যৌথ বাহিনীর অভিযানে একাধিক অপরাধে অভিযুক্ত ও তালিকাভুক্ত সন্ত্রাসী মো. মুরাদ শেখ ওরফে ‘ককটেল মুরাদ’কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী।
রোববার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং একটি গুলি (অ্যামুনিশন) উদ্ধার করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় তারা সর্বদা সচেষ্ট এবং সন্ত্রাস-অপরাধ দমনে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তথ্য জানতে পারলে তা নিকটস্থ সেনা ক্যাম্প বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হচ্ছে।