ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

ফরিদপুরে ইয়াবাসহ পুলিশের হাতে আটক ৫

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৩:২২ পিএম
আটক পাঁচজন। ছবি- রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথা উপজেলায় পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ জুলাই) ভোরে উপজেলার মাঝারদিয়া এলাকা থেকে ৪০ পিস ইয়াবা এবং আগের রাতে কাগদি এলাকা থেকে ৮০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—মাঝারদিয়া গ্রামের মো. মামুন মোল্যা (২৮), মো. সানি মিয়া (২২), মিয়ার গ্রামের আল আমিন (৩৮), কুমারপুটি গ্রামের ইবাদত হোসেন (৩৬) এবং কাগদি গ্রামের ইয়ার আলী মোল্যা (৩৮)।

সালথা থানার ওসি মো. আতাউর রহমান জানান, সোমবার ভোরে মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মামুন মোল্যা ও তার তিন সহযোগীকে আটক করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪০ পিস ইয়াবা। মামুনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানান তিনি।

এর আগে রোববার দিবাগত রাতে কাগদি এলাকায় অভিযান চালিয়ে ইয়ার আলী মোল্যাকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন ওসি আতাউর রহমান।