ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

বিকাশের উদ্যোগে এমএফএসের অপব্যবহার রোধে সচেতনতা বাড়াতে কর্মশালা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:১৫ এএম

সম্প্রতি স্থানীয় একটি হোটেলে সিলেট রেঞ্জ পুলিশের সঙ্গে ‘মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী এ কর্মশালায় ৫০ জন তদন্ত কর্মকর্তা অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশের রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং বিকাশের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশের উপদেষ্টা ড. মো. নজিবুর রহমান এনডিসি এবং বিকাশের ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অব.) ।