ভারতের মুম্বাইয়ে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট রানওয়েতে অবতরণের পর ছিটকে পড়েছে। সোমবার সকালে প্রবল বৃষ্টির সময় এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানান, সোমবার ফ্লাইট এআই২৭৪৪ সকাল ৭টা ৪৩ মিনিটে কেরালার কোচি বিমানবন্দর থেকে ১৭৫ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। বিমানটি মুম্বাইয়ে প্রবল বৃষ্টির মুখে পড়ায় অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যায়।
এদিকে বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদে বেরিয়ে এসেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। তবে এখন পরীক্ষা-নিরীক্ষা চলছে।
এদিকে, ঘটনার পরপরই ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশনের (ডিজিসিএ) একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে।
এয়ার ইন্ডিয়ার মুখপাত্র বলেন, ‘যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিমানটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য গ্রাউন্ডেড করা হয়েছে।’