ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

সাউথইস্ট ব্যাংক এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ভিসা কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড উদ্বোধন করেছে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৪:১৫ এএম

সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি যৌথভাবে ভিসা কো-ব্র্যান্ডেড ক্রেডিট ও প্রিপেইড কার্ড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে। এ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস, বসুন্ধরা, ঢাকায় এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. আব্দুল হান্নান চৌধুরী, ভাইস চ্যান্সেলর, নর্থ সাউথ ইউনিভার্সিটি; মো. আবিদুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), সাউথইস্ট ব্যাংক পিএলসি; এবং মো. সাব্বির আহমেদ, কান্ট্রি ম্যানেজার, ভিসা বাংলাদেশ, নেপাল ও ভুটান।