ঢাকা সোমবার, ২১ জুলাই, ২০২৫

বিমান বিধ্বস্তে পাইলটের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ০৩:২৬ পিএম
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

এছাড়া এ দুর্ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যু নিয়ে এখনো কিছু জানা যায়নি।

তবে তার মৃত্যু নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে। কেউ কেউ তার মৃত্যুর ‍বিষয়টি নিশ্চিত করলেও অনেকেই তা ধোঁয়াশা বলে মনে করছেন।

এদিকে একটি সূত্র থেকে জানা গেছে, তিনি এখন একটি হাসপাতালে ভর্তি রয়েছে। 

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মাঠে বিধ্বস্ত হয় এবং একটি ভবনের ভেতরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে বিমানটিতে ভয়াবহ আগুন ধরে যায়।

দুর্ঘটনার সময় শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শেষে ছুটির প্রস্তুতি চলছিল। বিমানটি আছড়ে পড়ার পরপরই বিকট বিস্ফোরণের শব্দে আতঙ্কে ছোটাছুটি শুরু করে শিক্ষার্থী, অভিভাবক ও কলেজকর্মীরা।

স্কুলটির শিক্ষক মিজানুর রহমান জানান, ‘বিমানটি ভবনের ওপর আছড়ে পড়ে আগুন ধরে যায়।’

এ ছাড়াও এ ঘটনায় ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অনেকে পোড়া শরীর নিয়ে বের হচ্ছেন- এমন দৃশ্য দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে।