ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের উদ্দেশ্যে রূপালী ব্যাংকে প্রস্তুতি সভা

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ১২:৪৩ এএম

সরকারি মালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় তিনি সরকার ঘোষিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের নানা কর্মসূচি গুরুত্বসহকারে পালনের নির্দেশনা প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের ঘোষিত কর্মসূচি পালনে সক্রিয়ভাবে অংশ নিতে নির্দেশনা প্রদান করেন।