ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

গার্ডিয়ানের ইন্স্যুরেন্সের আওতায় এখন পারফেট্টি ভ্যান মেলের কর্মীরাও

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৩:৪১ এএম

পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঙ্গে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় করপোরেট গ্রুপ ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ; এসভিপি ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস; এসভিপি ও ডেপুটি হেড (গ্রুপ ইন্স্যুরেন্স) ইফতেখার আহমেদ; এসএভিপি ও বিজনেস লিড (গ্রুপ ইন্স্যুরেন্স) আবু হানিফ; এসএভিপি ও হেড অব সার্ভিস (গ্রুপ ইন্স্যুরেন্স) জিনাত ফেরদৌসী।