ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ইসলামী ব্যাংকসমূহের মধ্যে সর্বোচ্চসংখ্যক ভিসা ব্র্যান্ডের ডেবিট কার্ড ইস্যু করে ‘এক্সিলেন্স ইন ইসলামিক ব্যাংকিং কার্ড’ ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ভিসা আয়োজিত ভিসা লিডারশিপ কনক্লেভ-২০২৫ অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের কাছ থেকে ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন।