উদ্ভাবনী রান্নাঘরের যন্ত্রপাতিতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্যানাসনিক সম্প্রতি বাংলাদেশের বাজারে তাদের নতুন ভ্যালু সিরিজ মিক্সার গ্রাইন্ডার উন্মোচন করেছে। পণ্যটি বাংলাদেশের বাজারে উন্মোচন অনুষ্ঠানে পানাসনিক অ্যাপ্লায়েন্সেস ইন্ডিয়া কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মি. গানেশন থিয়াগরাজন বলেন, ‘প্যানাসনিকের বিশ্বজুড়ে কুকার ও মিক্সার গ্রাইন্ডারের জন্য ২ কোটিরও বেশি সন্তুষ্ট গ্রাহক রয়েছে। ভ্যালু সিরিজের পণ্য উন্মোচন বাংলাদেশে আমাদের বাজারে অবস্থানকে আরও শক্তিশালী করবে। বক্তব্য রাখেন কোম্পানিটির নির্বাহী পরিচালক মি. ইউসুকে নি।