ঢাকা বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

হজ এবং ওমরাহ ফেয়ার-২০২৫-এর কো-স্পন্সর হলো মার্কেন্টাইল ব্যাংক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ১১:৩৩ পিএম

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) কর্তৃক ‘হজ ও ওমরাহ ফেয়ার-২০২৫’ আয়োজনের কো-স্পন্সর হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান গত সোমবার প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কো-স্পন্সরের ১০ লাখ টাকা মূল্যমানের চেকটি হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের কাছে হস্তান্তর করেন। উল্লেখ্য, বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আয়োজিত ৩ দিনব্যাপী মেলাটি আগামী ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত চলবে।